চীনকে নিয়ে গতরাতের বিতর্কে যে আলোচনা হয়েছে সংবাদ মাধ্যমে তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে । প্রেসিডেণ্ট ওবামা চীনকে প্রতিপক্ষ-প্রতিদ্বন্দী হিসেবে উল্লেখ করলেও বলেন , এশিয়ার ঐ উঠতি শক্তি বলয়কে শরিক হিসেবে পেতে চায় যুক্তরাষ্ট্র , তবে শর্ত থাকে যে বিশ্ববানিজ্যের নিয়ম কানুন তাকে মেনে চলতে হবে ।
মি:ওবামা বলেন – তাঁর প্রশাসন আমলে চীনের বিরূদ্ধে অনেক বেশি বানিজ্য বিধি লংঘনের মামলা হয়েছে ।
মি:রমনি বলেন – বেযিংকে প্রতিপক্ষ হতে হবেনা – আমাদের কর্মসংস্থান লুটেপুটে হজম করা চলবে না ।
চীন সম্পর্কিত আলোচনার পনেরো মিনিটে ‘আগামি দিনের বিশ্ব ও চীনের অভ্যুদয়’ নিয়ে বিস্তারিত আলোচনা হলেও চীনের মানবাধিকার লংঘন , সমূদ্র-অঞ্চল সংশ্লিষ্ট বিরোধ বা আসন্ন নেতৃত্ব বদল নিয়ে কোনো উল্লেখই তাতে ছিলোনা ।
চীন সম্পর্কিত আলোচনার পনেরো মিনিটে ‘আগামি দিনের বিশ্ব ও চীনের অভ্যুদয়’ নিয়ে বিস্তারিত আলোচনা হলেও চীনের মানবাধিকার লংঘন , সমূদ্র-অঞ্চল সংশ্লিষ্ট বিরোধ বা আসন্ন নেতৃত্ব বদল নিয়ে কোনো উল্লেখই তাতে ছিলোনা ।