বর্মার গনতন্ত্রপন্থী নেতা অং সান সু চি সে দেশের উপনির্বাচনের প্রাক্কালে রবিবার নির্বাচন অভিযান শুরু করেছেন। এই নির্বাচন সেনা সমর্থিত সরকারের সংস্কারের প্রতিশ্রুতির এক পরীক্ষা বলে অনেকে মনে করছেন।
নবেল শান্তি পুরষ্কার বিজয়ী মিয সু চি রেঙ্গুনের বাইরে তাঁর প্রথম রাজনৈতিক অভিযাত্রা শুরু করা মাত্র দক্ষিনের দাওয়েই জেলার বেশ কয়েকটি শহরে হর্ষোৎফুল্ল হাজার হাজার সমর্থক রাস্তার দু’পাশে অধীর আগ্রহে গনতন্ত্রপন্থী নেতার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে।
অং সান সু চি সমুদ্র উপকূলের জেলায় আরেক জন সংসদ প্রার্থীর পক্ষেও নির্বাচন অভিযান চালাচ্ছেন। তিনি পরে রেঙ্গুনের দক্ষিনে দরিদ্র অধিবাসী অধ্যুষিত ক’মু জেলাতে নিজের সংসদ পদের জন্য প্রচারাভিযান চালাবেন।