বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে ছাত্রদলের সমাবেশে ফখরুল বলেন,উইকিলিকসের তারবার্তা ধরে বিএনপি নেতাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশে সরকারের যোগসূত্র রয়েছে ।
উইকিলিকসের প্রকাশ করা তারবার্তা ধরে বিএনপির নেতাদের চরিত্র হনন চলছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বুধবার এক ছাত্রসমাবেশে বলেন, “জনগণ যখন সরকারের বিরুদ্ধে ঘুরে দাঁড়াচ্ছে, তখনই বিএনপি ও গণতন্ত্রের বিরুদ্ধে আবারো গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে।
ফখরুল বলেন, এই উইকিলিকসের তথ্য কোথা থেকে আসে, আমরা তা জানি না। উইকিলিকসের তথ্য নিয়ে রূপকথার গল্প সাজিয়ে একটি চিহ্নিত মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের কাজটি করছে।
ফখরুল বলেন, যখন বর্তমান সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে ব্যর্থতার প্রচার শুরু হয়েছে, তখন জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে উইকিলিকসের তারবার্তার গল্প সাজিয়ে বিএনপির বিরুদ্ধে ১/১১ এর মতো অপপ্রচার শুরু করেছে একটি মহল।
সমাবেশ থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ১৭ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২১ সেপ্টেম্বর জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।