বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের বিচার বিশ্বের জন্য এক মডেল হবে বলে দাবি করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম৷ তিনি বলেছেন, এই বিচার নিয়ে যুক্তরাষ্ট্রের যে প্রত্যাশা তা অবশ্যই পূরণ করা হবে৷

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, পৃথিবীর যেকোনো ট্রাইব্যুনালের চেয়ে বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের বিচার বিশ্বের জন্য এক মডেল হবে৷ যুদ্ধাপরাধীদের বিচারে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা যে প্রত্যাশা করছে তা আমরা অবশ্যই পূরণ করব৷ বিভিন্ন ট্রাইব্যুনালের উদাহরণ দিয়ে কামরুল বলেন, ওই ট্রাইব্যুনালের বিচার মানুষ দেখেছে৷ আর বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারও বিশ্ববাসী দেখবেন৷

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনির সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বক্তব্যের জবাবে কামরুল ইসলাম এসব কথা বলেন৷ তিন বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া মাঠে নেমেছেন৷ তিনি এই বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টাও করছেন বলে অভিযোগ করেন তিনি৷ এদিকে ‘তরুণ নেতৃত্বের’ কাছে ক্ষমতা হস্তান্তরে বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করে কামরুল ইসলাম বলেন, তার আর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ সুদূর পরাহত৷ এটা হচ্ছে স্বপ্নবিলাস৷

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত ‘বিএনপি, জামায়াতের রাজনীতি – সন্ত্রাসী, লুটেরা ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উত্থান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই বক্তব্য রাখেন৷ বঙ্গবন্ধু একাডেমি এ আলোচনার আয়োজন করে৷ কামরুল ইসলাম বলেন, জামায়াতের ঔরসে বিএনপি নামক দলটির জন্ম৷ তাই খালেদা জিয়ার অস্তিত্ব এখন জামায়াতের মধ্যে বিলীন হয়ে গেছে৷