তত্ত্বাবধায়ক সরকার অধীনে বিরোধী দলের নির্বাচনের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ইঙ্গিত দিয়ে বলেছেন, নির্বাচন হবেই। জনগন নির্বাচন করবেই। রাজনীতি করতে হলে খালেদা জিয়াকে নির্বাচনে আসতেই হবে।
দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সমপ্রতি যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে প্রধানমন্ত্রী এ সংবাদ সম্মেলন।যুদ্ধাপরাধের বিচার বন্ধে কর্মসূচী না দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী।
বিরোধী নেত্রীর আন্দোলনের ফাইনাল খেলার বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, যারা শুধু খেলতে চায় তারা খেলতেই থাকুক। আমরা জনগনের কাজ করার জন্য ক্ষমতায় এসেছি। আমরা জনগনের কাজ করে যাব।