১১ ঘণ্টার ডাকা হরতালে সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় মিছিল-সমাবেশ করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা।
সকাল ৮টা ৫০ মিনিটে সংসদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নেতৃত্বে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পূর্ব গেট থেকে মিছিল নিয়ে দক্ষিণ দিকের রাস্তায় যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে সেখানে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পুলিশি বাধার মুখেও বিএনপির এমপিরা সরকারবিরোধী নানা স্লোগান দেয়। একপর্যায়ে তারা সংসদ ভবনের পূর্ব গেটের রাস্তায় বসে পড়ে। সেখানেই তারা সমাবেশ করছেন। এতে অংশ নেন এম কে আনোয়ার, বরকতউল্লাহ বুলু, আশরাফ উদ্দীন নিজান, ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, আসিফা আশরাফি পাপিয়াসহ ১৫ জন সংসদ সদস্য।
এর আগে বিএনপির ডাকা গত হরতালে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল বের করা হলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ ফারুককে ব্যাপক মারধর করায় সারাদেশে আলোচনার ঝড় বয়ে যায়।