পর্যটনকেন্দ্র কুয়াকাটায় সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। দ্বিতীয় দফায় এই অভিযানের মাধ্যমে ৪৫ জন দখলদারের বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এর আগে গত জুলাইতে উচ্ছেদ করা হয় ২০ দখলদারকে। গতকালের অভিযানে নেতৃত্ব দেন পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে অভিযান। এ সময় কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পশ্চিমে বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধের বাইরে প্রায় দুই কিলোমিটার এলাকায় অবৈধভাবে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠান, গ্যারেজ ও বসবাসের ঘরসহ মোট ৪৫ জন দখলদারের বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসাহাক আলী জানান, উচ্ছেদ অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষায় কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ ও র্যাবের বিপুলসংখ্যক সদস্য সেখানে মোতায়েন ছিলেন। কলাপাড়া ভূমি অফিসের কানুনগো গিয়াস উদ্দিন আহমেদ জানান, দুই দফায় মোট ৬৫ জন দখলদারকে উচ্ছেদ করা হলো। এ ছাড়া আরও ৭০ জন দখলদারের তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের উচ্ছেদের বিষয়টি জেলা প্রশাসনের সভায় অনুমোদিত হলে পরে আবার অভিযান চালানো হবে। ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, কুয়াকাটার সৌন্দর্য রক্ষায় সরকার অত্যন্ত কঠোর পদক্ষেপ নিয়েছে। পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ সাংবাদিকদের বলেন, আরও দখলদারের তালিকা করা হচ্ছে। অবৈধ দখলদারদের হাত থেকে কুয়াকাটাকে রক্ষা করা হবে।