আজ পবিত্র হজ

bnn24

Bybnn24

মার্চ ২, ২০১১

আজ পবিত্র জ।’লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক’ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে আরাফাতের পবিত্র ময়দান। সারাবিশ্বের প্রায় ৭০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান এবার পবিত্র হজ পালন করছেন।আজ ভোরে ফজরের নামাজ পড়ে লাখ লাখ ধর্মপ্রান মুসরমান আরাফাতের উদ্দেশ্যে ঢল নামবে। ধর্মপ্রান মুসলমান এগিয়ে যাবে নবী হযরত মোহাম্মাদ মোস্তাফা(স:)এর বিদায়ী হজের স্মৃতিবিজড়িত আরাফাতের ময়দানে দিকে।পাচদিন ব্যাপী চলবে এই আনুস্ঠানিকতা। এবার পাল্টে গাছে আরাফাতের দৃশ্য। বিশাল আরাফাতর ময়দানে ‍শুধু গাছ আর গাছ। সেদি সরকার ‍এবার প্রতিটি গাছের জন্য একটি করে ঝরনা এবং ১০টি গাছের জন্য পরিচর্যার একজন করে লোক নিয়োগ করছে। এবার বাংলাদেশ থেকে ৪৮ হাজার হজযাত্রী হজে গেছেন।