প্রথম ভারতীয় হিসেবে ইউনেস্কোর বিশেষ সম্মাননা পেলেন শাহরুখ খান। রোববার জার্মানিতে ইউরেস্কো চ্যারিটি গালা অনুষ্ঠানে বিশ্বের খ্যাতনামা ব্যক্তিদের উপস্থিতিতে শাহরুখ খানকে এই সম্মানে ভূষিত করা হয়। এই সম্মাননা পাওয়ার মধ্য দিয়ে শাহরাখ বিশ্বের ক্ষমতাধর ব্যক্তি-দালাই লামা, জর্ডানের কুইন নূর, হেলেন মিরান এবং লিওনাল রিচির সঙ্গে এক কাতারে শামিল হলেন।
ইউনেস্কো প্রতিবছর পিরামিড কন মারনো নামের এই বিশেষ সম্মাননাটি বিশ্বের সেই সব বিখ্যাত ব্যক্তিদের দেন যারা জনহিতৈষীমূলক কাজের সঙ্গে নিয়মিত জড়িত থাকেন। এ বছর ইউনেস্কোর দৃষ্টিতে শাহরুখের জনহিতৈষীমূলক কাজগুলো ছিল অনেক প্রশংসিত। এজন্য এবারের পিরামিড কন মারনো সম্মাননাটি শাহরুখের ঘরেই গেল।
বিশেষ এই সম্মাননা পাওয়ার পর উৎফুল্ল শাহরুখ টুইট করে সবাইকে জানান, “আমি অনেক আনন্দিত। কারণ শিশুদের শিক্ষা নিশ্চিত করা আমার খুব প্রিয় একটা কাজ এবং এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর এর জন্যই আমি আন্তর্জাতিক একটা স্বীকৃতি পেলাম।”