জাপানে এক শক্তিশালী ভুমিকম্প আঘাত হেনেছে এবং সুনামির সঙ্কেত দেওয়া হয়েছে।
কিন্তু দু ঘন্টা পরে ওই সঙ্কেত প্রত্যাহার করা হয়।
প্রথমে জাপানের এন এইচ কে টিলিভিশন বৃহষ্পতিবার তাত্ক্ষনিক বাসিন্দাদের উচ্চ ভুমিতে আশ্রয় নিতে বলে।
এন এইচ কে টিলিভিশন থেকে আরও বলা হয় ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমানবিক প্রকল্পে সুনামি আঘাত হানতে পারে।
পরে লোকজনকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়।
ভুমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক চার।