জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, প্রাকৃতিক নিয়ম অনুসারে বাংলাদেশে নারী ও পুরুষের অনুপাত যা হওয়ার কথা ছিল সেই হিসাব তারা মেলাতে পারছে না। হিসাবের চেয়ে প্রায় ৫০ লাখ নারী কম থাকার কথা উল্লেখ করে সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে।
রাজধানী ঢাকায় মঙ্গলবার ইউনিসেফর প্রকাশিত এক প্রতিবেদনে এই হিসেব তুলে ধরা হয়। বাংলাদেশে ২০০৯ সালে পরিচালিত এক জরিপের ভিত্তিতে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাকৃতিক নিয়মে ছেলে ও মেয়ের অনুপাত হলো ১০৫ জন ছেলের বিপরীতে ১০০ জন মেয়ে। বাংলাদেশে এক বছরের কম বয়সীদের মধ্যে অনুপাত হলো ১০৭.৫ জন ছেলের বিপরীতে ১০০ জন মেয়ে। আর প্রাপ্ত বয়স্কদের মধ্যে ১০৫ জন পুরুষের বিপরীতে রয়েছে ১০০ জন নারী।
প্রতিবেদনটি বলছে, এই অনুপাত অনুসারে বাংলাদেশে নারীর সংখ্যা যতো হওয়ার কথা ছিলো প্রকৃত সংখ্যা তারচে ৫০ লাখ কম। ইউনিসেফ বলছে, “এসব তথ্য থেকে প্রমাণ হয় যে বাংলাদেশে ৫০ লাখ নারী নিখোঁজ রয়েছে।” এই পরিস্থিতিকে ‘দুশ্চিন্তাজনক’ হিসেবে উল্লেখ করছে ইউনিসেফ। সংস্থাটি বলছে, বাংলাদেশে নারী ও পুরুষের অনুপাত স্বাভাবিকের চেয়ে বেশি।