বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তি করা হবে এবার। ভর্তি কার্যক্রম শুরু হবে ২০ অগাস্ট। টেলিটক মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন করা যাবে ১২ অক্টোবর পর্যন্ত। ১ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা। ক্লাস শুরু হবে ডিসেম্বর মাসে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৯ থেকে ২৪ নভেম্বর ভর্তি পরীক্ষা হবে।১৫ অক্টোবর পর্যন্ত টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন করা যাবে। এ জন্য ৩৫০ টাকাও পাঠাতে হবে টেলিটক মেবাইলের মাধ্যমে। প্রথমবর্ষের ক্লাস শুরু হবে ২০১২ সালের ৩১ জানুয়ারি। অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলবে ১৯ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত। এবার ৮টি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা হবে।
আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৪ অক্টোবর থেকে ১৮ নভেম্বর ভর্তি পরীক্ষা হবে। ক্লাস শুরুর তারিখ পরে জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেলিটক মোবাইলের মাধ্যমে ২২ অগাস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।