১৬ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে।
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সম্মিলিতভাবে জিপিএ-৮ প্রাপ্ত শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবেন।এ বছর প্রথমবারের মতো অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে।
ভর্তি ফি বাবদ ৬০০ টাকা টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস করে জমা দিতে হবে। আবেদনের জন্য অনলাইনে ঢোকার আগে ডিজিটাল ক্যামেরায় তোলা অথবা স্ক্যান করা পাসপোর্ট সাইজের ছবি ও শিক্ষার্থীর নিজের স্বাক্ষরের স্ক্যান করা ছবি প্রস্তুত রাখতে হবে। প্রয়োজন হবে একটি ই-মেইল ঠিকানা। ফরম পূরণের আগেই নিজস্ব পছন্দক্রম অনুযায়ী মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ-ইউনিট বাছাই করে নিতে হবে। প্রত্যেক কলেজের জন্য পৃথক কোড নম্বর রয়েছে। একবার পছন্দক্রম চূড়ান্তের পর তা পরিবর্তন করা যাবে না। ভর্তি ফরম পূরণের সময় শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগসহ অন্যান্য কাজে ব্যবহারের জন্য কমপক্ষে একটি মোবাইল নম্বর দিতে হবে। এ নম্বরটি ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চালু রাখতে হবে।
মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি পর্যায়ক্রমে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে।ভর্তি ফরম যথাযথভাবে পূরণ শেষে একটি কোড নম্বর পাওয়া যাবে। এ কোড নম্বর ব্যবহার করে টেলিটক মোবাইলের মাধ্যমে ভর্তি ফি জমা দিতে হবে। এবার পুরাতন ১৮টি ও নতুন তিনটি মেডিকেলে এমবিবিএস কোর্সে মোট দুই হাজার ৬৮৬টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।
ঢাকা ডেন্টাল কলেজ ও চট্টগ্রাম, রাজশাহী ও সোহরাওয়ার্দী মেডিকেলের সংলগ্ন ডেন্টাল ইউনিটে বিডিএস কোর্সে ২৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।