পদ্মার পানি বেড়ে
গত কয়েকদিনে পদ্মার পানি বেড়ে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার উপজেলার ভাগ্যকূলে পদ্মার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোরশেদ জানান, এ কারণে জেলার কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে।